Junior Electro Techinical Officer
Junior Electro-Technical Officer (JETO)
ইলেকট্রিক ইঞ্জিনিয়ারদের আর্ন্তজাতিক জাহাজে চাকুরীর সুযোগ !!!
যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং – এ ডিপ্লোমা অথবা বিএসসি (EEE) পাশ করেছেন, তারা মাত্র ৬ মাসের প্রশিক্ষণ শেষে বিদেশগামী জাহাজে চাকুরী করতে পারবেন। বর্তমানে বিদেশগামী জাহাজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত “ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমী” তে আপনি ৬ মাসের কোর্সটি সম্পন্ন করতে পারবেন।
কোর্সের নামঃ প্রি-সী জুনিয়র মেরিন ইলেক্ট্রো-টেকনিক্যাল অফিসার কোর্স (JETO)
আবেদনের যোগ্যতাঃ
১। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং – এ ডিপ্লোমা অথবা বিএসসি (EEE)
২। বয়সঃ সর্ব্বোচ্চ ৩৫ বছর।
৩। শারীরিক যোগ্যতাঃ উচ্চতাঃ কমপক্ষে ১৬২.৫৬ সেমি, ওজনঃ ৫০-৮৫ কেজি, চোখের দৃষ্টিঃ সর্ব্বোচ্চ ৬/১২, (চশমাসহ ৬/৬ হতে হবে) এবং বর্ণান্ধতামুক্ত হতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ
মোবাইলঃ ০১৭১১৩২০১১৯, ০১৩২৫১৮৭৯৬১, ০১৭৪১৭৪৯১৪৫, ০১৭১৫০২৪১৬৭, ০১৭১১৪০৯১৬২